উচ্চ আদালতকে ঘিরে বর্তমান পরিস্থিতি কি সংকটজনক?

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা এক মাসের ছুটিতে যাওয়ার প্রেক্ষাপটে বিচার বিভাগ কিংবা সর্বোচ্চ আদালতে কোন রকমের সংকট তৈরি হয়নি বলে জানিয়েছেন সাবেক আইনমন্ত্রী আব্দুল মতিন খসরু।

শুক্রবার সাবেক এই আইনমন্ত্রী বলেন: প্রধান বিচারপতি অসুস্থ তাই ছুটিতে গেছেন। চিকিৎসা নিচ্ছেন। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি কার্যভার নিয়ে সর্বোচ্চ আদালতে বিচারিক কার্জক্রম পরিচালনা করছেন। সবই স্বাভাবিক নিয়মে চলছে। সুতরাং এ বিষয়ে কোন রকমের সংকট তৈরি হয়নি।

তিনি আরও বলেন, অনেকেই প্রধান বিচারপতির ছুটির বিষয়টি নিয়ে জল ঘোলা করার চেষ্টা করছেন। এটা নিয়ে রাজনীতি করতে চাইছেন।

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা ছুটিতে থাকায় দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের বিচারকার্যে কোন প্রভাব পড়েনি বলে জানান রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

এ বিষয়ে সাংবাদিকদের তিনি বলেন, প্রধান বিচারপতির ছুটির বিষয়টি নিয়ে রাজনীতি করার কিছু নেই। আর এতে যারা উদ্বেগ প্রকাশ করছেন, তারা নিজেরাই উদ্বেগ তৈরি করে নিচ্ছেন।

তবে প্রধান বিচারপতির আকস্মিক ছুটিতে যাওয়ায় সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবীরা মর্মাহত বলে জানিয়ে আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেন, আমরা মনে করি প্রধান বিচারপতি ছুটিতে যাননি। তার উপর চাপ তৈরি করে তাকে ছুটিতে যেতে বাধ্য করা হয়েছে।

গত সোমবার এক মাসের ছুটি চেয়ে রাষ্ট্রপতি বরাবর প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা ছুটির আবেদন করেন বলে জানান অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। এর পরদিন মঙ্গলবার আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞা ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির কার্যভার গ্রহণ করেন।সূত্র : চ্যানেল আই অনলাইন