উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করবে জাপান : ট্রাম্প
দীর্ঘদিন ধরেই জাপান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সামরিক ঘনিষ্ঠতা রয়েছে। আর তারই জের ধরে জাপান সফরে এসে উত্তর কোরিয়ার ব্যাপারে অনেকটাই আত্নবিশ্বাসী হয়ে উঠেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
জাপানের সামরিক শক্তির উপর আস্থা প্রকাশ করেন তিনি।
সোমবার ট্রাম্প এবং শিনজো আবে’র এক যৌথ সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট আত্মবিশ্বাসের সঙ্গেই বললেন, উত্তর কোরিয়া ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করলে জাপান তা আকাশেই ধ্বংস করে ফেলতে পারবে।
এসময় শিনজো আবেও জানালেন, ‘ট্রাম্প যা বলেছেন তা সত্যি। তবে যদি প্রয়োজন পড়ে তবেই তা করবে জাপান। ’ অবশ্য যুক্তরাষ্ট্র থেকে কেনা অস্ত্র দিয়েই জাপান এ কাজ করবে বলে যৌথ সংবাদ সম্মেলনে জানান ট্রাম্প।
১২ দিনের এশিয়া সফরে ট্রাম্প প্রথমে জাপানে গেছেন। এশিয়া সফর সূচীতে তার দক্ষিণ কোরিয়া, চীন, ভিয়েতনাম এবং ফিলিপাইনেও যাওয়ার কথা রয়েছে।
উল্লেখ্য, সম্প্রতি জাপানের সীমানার উপর দিয়ে দু’টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে উত্তর কোরিয়া। জাপানও স্বীকার করে, সেগুলো তাদের সাগরে গিয়েই পড়েছে।
এর আগে জাপানকে সাগরে ডুবিয়ে দেওয়ারও হুমকি দিয়েছিল উত্তর কোরিয়া।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন