উত্তর কোরিয়ার সাথে আলোচনার দিন শেষ : নিকি হ্যালি
আন্তর্জাতিক বিশ্বের নিষেধাজ্ঞা অমান্য করে একের পর এক আন্তঃমহাদেশীয় বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের (আইসিবিএম) পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া। তাই আর আলোচনা নয়, এবার দেশটির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে চায় যুক্তরাষ্ট্র।
এ ব্যাপারে জাতিসংঘে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত রবিবার বলেছেন, উত্তর কোরিয়া নিয়ে নিরাপত্তা পরিষদে আলোচনা করার কোনো মানে নেই। এর অর্থ দাঁড়ায়, উত্তর কোরিয়া মনে করছে আন্তর্জাতিক সম্প্রদায়ের তাদের বিরুদ্ধে কিছু করার নেই।
চীনের ভূমিকা প্রসঙ্গে এক বিবৃতিতে নিকি হ্যালি বলেছেন, চীনকে আগে ঠিক করতে হবে উত্তর কোরিয়ার বিরুদ্ধে আসলেই তারা কঠোর নিষেধাজ্ঞা আরোপ করতে চায় কিনা।
যুক্তরাষ্ট্র মনে করে, চীন চাইলে উত্তর কোরিয়াকে ক্ষেপণাস্ত্র পরীক্ষা থেকে ঠেকাতে পারে। কারণ পিয়ংইয়ংয়ের সবচেয়ে ঘনিষ্ট মিত্র বেইজিং। কিন্তু তারা তা করছে না। প্রসঙ্গত, শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের বিরুদ্ধে এ নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
এর একদিন পর নিকি হ্যালি চীনের উদ্দেশে বলেছেন, ‘চীনকে ঠিক করতে হবে, শেষ পর্যন্ত তারা কঠোর পদক্ষেপ নিতে চায় কিনা। এ নিয়ে আলোচনার দিন শেষ। ’
এদিকে, নিকি হ্যালির বিবৃতির পর প্রতিক্রিয়া জানতে চাইলে তাৎক্ষণিকভাবে মন্তব্য করতে রাজি হয়নি জাতিসংঘে নিযুক্ত চীনা কূটনৈতিক মিশন।
অন্যদিকে সোমবার জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে জানিয়েছেন, উত্তর কোরিয়ার বিরুদ্ধে নতুন করে পদক্ষেপ নেওয়ার বিষয়ে তিনি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বলেছেন। উত্তর কোরিয়ার হুমকি থেকে জাপানের জনগণকে রক্ষায় ট্রাম্পের প্রতিশ্রুতির ভূয়সী প্রশংসা করেন শিনজো আবে।
উল্লেখ্য, উত্তর কোরিয়া শুক্রবার নতুন ও দ্বিতীয় আইসিবিএম পরীক্ষার পর দাবি করে সমগ্র যুক্তরাষ্ট্র তাদের ক্ষেপণাস্ত্রের আওতার মধ্যে আছে বলে জানিয়েছে। এর জবাবে কোরীয় উপদ্বীপে দু’টি মার্কিন বোমারু বিমান মহড়া চালায়।
সূত্র: আলজাজিরা ও বিবিসি অনলাইন
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন