উন্নয়ন নস্যাৎকারীদের ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার আহবান নিলুফার আনজুম পপির
![](https://ournewsbd.net/wp-content/uploads/2023/11/Popi-11-900x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
দেশের অর্থনৈতিক উন্নয়নকে যারা নস্যাৎ করতে চায় তাদেরকে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার আহবাণ জানিয়েছেন ময়মনসিংহের গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট নিলুফার আনজুম পপি। উপজেলার শালিহর গ্রামের মত-বিনিময় সভায় তিনি এসব কথা বলেছেন।
তিনি আরো বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিলো দেশের অর্থনৈতিক মুক্তি। সেই স্বপ্নকে বাস্তবায়ন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আকাশ থেকে পানির নিচ পর্যন্ত উন্নয়নের দুয়ার উন্মোচন করেছেন। আওয়ামীলীগ সরকার তৃণমূল মানুষের জন্য বিভিন্ন সামাজিক ভাতার ব্যবস্থা করেছেন।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বুধবার (৮ নভেম্বর) বিকালে উপজেলার শালিহর এ মোতালেব দাখিল মাদ্রাসায় এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মতবিনিময় সভায় বক্তব্য দেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবি, পৌর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আবু কাউছার চৌধুরী রন্টি, উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক কামাল হোসেন, পৌর কাউন্সিলর আব্দুর রউফ মোস্তাকিম, সাবেক কাউন্সিলর আব্দুল কাদির, রামগোপালপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আমিনুল ইসলাম, বোকাইনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাবিব উল্লাহ, গৌরীপুর সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি মাহফুজ উল্লাহ, উপজেলা মৎস্যজীবী লীগের যুগ্ম আহ্বয়ক, আব্দুল মোতালেব প্রমুখ।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন