উর্ধ্বাঙ্গ অনাবৃত করে মার্কিন নারী-পুরুষদের রাস্তায় নেমে প্রতিবাদ
সমান অধিকারের দাবিতে মার্কিন যুক্তরাষ্ট্রের একাধিক শহরে উর্ধ্বাঙ্গ অনাবৃত করে হাঁটলেন শতাধিক নারী। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন থেকে শুরু করে দেশটির একাধিক শহরে ঘটেছে এই প্রতিবাদের ঘটনা। খবর এফ ই’র।
জানা গেছে, সেই প্রতিবাদ মিছিলে কিছু পুরুষও তাদের সঙ্গে উর্ধ্বাঙ্গে কোনও পোশাক না পরে হাঁটেন। সামাজিক জীবন ও কর্মক্ষেত্র শুধুমাত্র ‘নারী’ হওয়ার জন্য তাদের একাধিক বৈষম্যের শিকার হতে হয়। তারই প্রতিবাদে ছিল এই পদক্ষেপ।
তাদের বার্তা ছিল, শারীরিক গঠনে কিছু পার্থক্য থাকার জন্য কেন এই দ্বিচারিতার শিকার তাদের হতে হবে? ‘গো টপলেস ’ ক্যাম্পেনে সোমবার ২০ টি শহরে আয়োজিত হয়েছিল প্রতিবাদ। যদিও এবার যুক্তরাষ্ট্র থেকে এই বিদ্রোহ অন্য দেশেও ছড়িয়ে দিতে চাইছেন আয়োজকরা। জার্মানি, কানাডা, চিলি, কলম্বিয়াতে এই ধরণের প্রতিবাদ হবে বলে জানা গেছে।
এই প্রতিবাদে অংশ নেওয়া নারী জানিয়েছেন, লিঙ্গবৈষম্য দূর করতে এই পথ নিয়েছি। এটাই বোঝাতে চাই নগ্নতা আর যৌনতা কখনই এক নয়। নারীদের শারীরিক সৌন্দর্যকে প্রশংসা করতে তাকে ছোট করতে হয় না৷ ’’
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন