ঋতুপর্ণাকে ভিনদেশি মনে হয় না : ফারুক
‘আমরা ভিনদেশ ভিনদেশ ভিনদেশ করি। এই যে ঋতুপর্ণা সামনে বসে আছেন তাকে তো ভিনদেশি মনে হচ্ছে না। সে তো বাংলায় কথা বলে। শিল্পীদের কোনো পাড় নেই, কোনো বডার নেই। তোমার দেশে গিয়ে বলবে, এই দেশটি আমার দেশ। ঋতুপর্ণাকে উদ্দেশ্য করে কথাগুলো বলছিলেন চিত্রনায়ক ফারুক। আলমগীর পরিচালিত ‘একটি সিনেমার গল্প’তে অভিনয় করেছেন ঋতুপর্ণা। বাংলাদেশে এসেছিলেন ছবির প্রচারণায় যোগ দিতে।
বুধবার সন্ধ্যায় রাজধানীর ঢাকা ক্লাবে সিনেমাটির গানের অ্যালবামের প্রকাশনা উৎসবে যোগ দিয়েছেন তিনি। এখানে অতিথি ছিলেন ফারুক। সিনেমাটি নিয়ে বক্তব্য দিতে গিয়ে ঋতু পর্ণার উদ্দেশে কথাগুলো বলেছেন মিঞা ভাই ফারুক।
তিনি আরও বলেন,‘ বাংলাদেশের শিল্পী রুনা লায়লা গান গেয়ে সারা বিশ্ব মাতাচ্ছেন। বিভিন্ন দেশে গিয়ে গান করছেন। কই কোনো সমস্যা কিন্তু হচ্ছে না। শিল্পীরা তো সবার, সকল দেশের।’
এই সময় একটি সিনেমার গল্প প্রসঙ্গে ফারুক বলেন, ‘অবশ্যই এই সিনেমাটিতে একটি ভালো গল্প আছে। না হলে এই ছবি নির্মাণ করতেন না আলমগীর। আমারও ছবি বানানোর ইচ্ছে ছিল, কিন্তু সিনেমা হলের সমস্যা দূর না হলে আমি ছবি নির্মাণ করবো না। আমি হল মালিকদের বলবো আপনারা ছবিটি চালাবেন। আমার মনে হয় পরিবার নিয়ে দেখার মতো একটি ছবি হয়েছে এটা। অনেক অনেক শুভকামনা রইলো ছবিটির জন্য ছোট ভাই আলমগীরের ছবিটা যেন অনেক ভালো চলে।’
সিনেমাটির নায়িকা ঋতুপর্ণা বলেন,‘একটা সময়ে বাংলাদেশে প্রচুর কাজ করেছি। এ সিনেমা দিয়ে বহু বছর বাংলাদেশে আমার ফেরা। আশা করি সবার ভালো লাগবে। কারণ এতে আলমগীর ভাই অসম্ভব সুন্দর একটি গল্প বলেছেন। মানুষ যখন পর্দায় আমাদের দেখে তারা মনে করে আমরা সব সময় অনেক রঙিন আর অনেক ভালো থাকি। পর্দার রঙিন মানুষদেরও যে দু্ঃখ কষ্ঠ থাকে। তারাও যে সাধারণ মানুষের মতই হাসি-কান্না সুখ-দুঃখ নিয়েই বাঁচে। সেই গল্পটিই দেখানো হয়েছে এখানে।’
আলমগীর জানালেন, প্রথম সপ্তাহে সিনেমাটি ৫০টি হলে মুক্তি দিতে চান। ইতোমধ্যে ৪০টির মত হল কনফার্ম হয়েছে। ‘একটি সিনেমার গল্প’ প্রযোজনা করেছে আইকন এন্টারটেইনমেন্ট।
‘একটি সিনেমার গল্প’-এ গান থাকছে পাঁচটি। গানগুলো লিখেছেন গাজী মাজহারুল আনোয়ার, মনিরুজ্জামান মনির ও কবির কবুল। সুর করেছেন রুনা লায়লা, শওকত আলী ইমন ও ইমন সাহা। কণ্ঠ দিয়েছেন মনির খান, বাপ্পা মজুমদার, অদিতি মহসীন, কোনাল, ঝিলিক ও আঁখি আলমগীর।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন