এ বছরেই ফোর জি
চলতি বছরেই দেশে চালু হচ্ছে চতুর্থ প্রজন্মের মোবাইল নেটওয়ার্ক ফোর জি। আগামী ১৫ জুলাইয়ের মধ্যে এ নেটওয়ার্কের তরঙ্গ নিলাম হবে।
সংশ্লিষ্ট সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। ডাক ও টেলিযোগাযোগ বিভাগ বলছে, প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের নির্দেশে দ্রুত এগিয়ে চলছে ফোর জির লাইসেন্স। জুলাইয়ের মাঝামাঝি ফোর জির লাইসেন্সসহ তরঙ্গ নিলাম আলোর মুখ দেখবে।
বিভাগের সংশ্লিষ্ট সূত্র জানায়, সন্তোষজনক সেবা দিতে অপারেটররা এক বছর থেকে কেবল তরঙ্গ স্বল্পতার কথা বলে আসছেন। এখন নিলামের পর যদি অপারেটররা তরঙ্গ না নেয়, অথবা সেবার মান বাড়াতে না পারে সেক্ষেত্রে তাদের শাস্তির আওতায় আনা হবে।
এ বিষয়ে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বলেন, অল্প সময়ের মধ্যে সিদ্ধান্ত জানানোর তাগিদ দেয়া হয়েছে, যাতে ১৫ জুলাইয়ের মধ্যে তরঙ্গের নিলাম আয়োজন করা যায়। অপারেটরের কাছ থেকে অব্যবহৃত সব তরঙ্গ ফেরত নিয়ে নিলামে তোলা হবে।
উল্লেখ্য, মোবাইল ফোন অপারেটররা কোনো অপরাধ করলে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার জন্যে বিটিআরসির পর্যাপ্ত ক্ষমতা রয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন