‘এ যেন পাঠ্যবইয়ে জাতিগত নিধনের উদাহরণ’
রোহিঙ্গাদের বিরুদ্ধে মিয়ানমারের নিরাপত্তা অভিযান দেখে মনে হচ্ছে, ‘এ যেন পাঠ্যবইয়ে পড়া জাতিগত নিধনের উদাহরণ’!
জাতিসংঘের মানবাধিকার সংস্থার প্রধান জেইদ রাদ আল হুসেইন বিস্ময় প্রকাশ করে এ কথা বলেছেন। রাখাইন রাজ্যে রোহিঙ্গা মুসলিমদের বিরুদ্ধে নিষ্ঠুর সামরিক অভিযান বন্ধে মিয়ানমারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
বিবিসি অনলাইনের এক খবরে সোমবার এ তথ্য জানানো হয়েছে।
রাখাইন রাজ্যে ২৫ আগস্ট সহিংসতা ছড়িয়ে পড়ার পর এ পর্যন্ত ১ হাজারের বেশি রোহিঙ্গা নিহত হয়েছে। প্রাণ নিয়ে বাংলাদেশে পালিয়ে এসেছে প্রায় ৩ লাখ রোহিঙ্গা। হত্যা, গণহত্যার হাত থেকে রেহাই পেতে এখনো রোহিঙ্গারা দলে দলে বাংলাদেশে প্রবেশ করছে।
রোহিঙ্গা নিপীড়নের তথ্য-প্রমাণ থাকা সত্ত্বেও মিয়ানমার দাবি করছে, বেসামরিক লোকদের বিরুদ্ধে নয়, রোহিঙ্গা সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে তারা। কিন্তু পালিয়ে আসা রোহিঙ্গাদের মুখে শোনা যাচ্ছে নির্যাতনের ভয়াবহ বর্ণনা। স্যাটেলাইট ইমেজেও ধরা পড়েছে হত্যা, খুন, বতসবাড়ি জ্বালিয়ে দেওয়ার বিভৎস দৃশ্য।
জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনের প্রধান রেইদ বলেছেন, রাখাইনে মিয়ানমার সেনাবাহিনীর সাম্প্রতিক অভিযান স্পষ্টই মাত্রাহীন। তিনি বলেছেন, আমরা অনেক খবর ও ছবি পেয়েছি, যাতে দেখা যাচ্ছে নিরাপত্তা বাহিনী এবং স্থানীয় বৌদ্ধ মিলিশিয়ারা রোহিঙ্গাদের ঘরবাড়ি জ্বালিয়ে দিচ্ছে। পালিয়ে যাওয়ার সময় রোহিঙ্গাদের গুলি করে হত্যা করাসহ বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের প্রমাণ পেয়েছি আমরা।
তিনি আরো বলেছেন, রোহিঙ্গাদের বিরুদ্ধে পাশবিক সামরিক অভিযান বন্ধ করে যারা মানবাধিকার লঙ্ঘন করেছে তাদের জবাবদিহির আওতায় আনতে এবং রোহিঙ্গা মুসলিমদের বিরুদ্ধে সব ধরনের বৈষম্য দূর করতে মিয়ানমার সরকারের প্রতি অনুরোধ জানিয়েছি আমি।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন