এইচএসসি পরীক্ষার ফল তৈরিতে মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা
আন্দোলনের মুখে বাতিল হওয়া এইচএসসি পরীক্ষার ফল তৈরিতে নতুন নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। ফল তৈরির প্রক্রিয়ায় জেএসসির ফল যুক্ত হবে না। শুধুমাত্র অনুষ্ঠিত পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন পূর্ণ মানের ভিত্তিতে তৈরি করা হবে। আর অনুষ্ঠিত না হওয়া পরীক্ষাগুলো ফল পরীক্ষার্থীদের এসএসসি ও সমমানের ফলকে শতভাগ ভিত্তি ধরে সাবজেক্ট ম্যাপিং পদ্ধতি ব্যবহার করে তৈরি করা হবে।
এই পদ্ধতি অনুসরণ করে ২০২৪ খ্রিষ্টাব্দের এইচএসসি পরীক্ষার ফল তৈরি করতে আন্তশিক্ষা সমন্বয় কমিটির সভাপতিকে চিঠি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
শিক্ষা মন্ত্রণালয়ের একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
এর আগে এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল কীভাবে তৈরি করা হবে, তার এই প্রস্তাবনা শিক্ষা মন্ত্রণালয়ের সরকারি মাধ্যমিক শাখা থেকে অনুমোদন করে সচিবের দপ্তরে পাঠানো হয়। পরে তা শিক্ষা উপদেষ্টার কাছে পাঠানো হয়।
এদিকে কবে নাগাদ ফল প্রকাশ করা হতে পারে এমন প্রশ্নের জবাবে ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. আবুল বাশার বলেন, আশা করছি অক্টোবরের মাঝামাঝি ফল প্রকাশ করতে পারবো। -দৈনিক শিক্ষাডটকম
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন