এক নজরে মার্কিন নির্বাচন
মার্কিন যুক্তরাষ্ট্রে চূড়ান্ত ভোট গ্রহণ পর্বে বিভিন্ন অঙ্গরাজ্যে লাখ লাখ মানুষ ভোট দিচ্ছেন। তবে মহামারি কালের এই নির্বাচনে আগাম ভোটের রেকর্ড আগের সব রেকর্ড ছাপিয়ে গেছে। ইতোমধ্যে ভোট দিয়ে দিয়েছেন প্রায় ১০ কোটি মানুষ।
>> হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প আর ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের মধ্যে।
>> নির্বাচনী ফল ঘিরে সহিংসতার আশঙ্কায় অনেক জায়গায় দোকানপাট বন্ধ করে দেওয়া হয়েছে। অনেক দোকান কাঠের বোর্ড দিয়ে দোকানের জানালা দরজা সুরক্ষিত করেছে।
>> হোয়াইট হাউসের চারপাশেও কড়া নিরাপত্তা নেওয়া হয়েছে।
>> যুক্তরাষ্ট্রের দুজন সাবেক অ্যাটর্নি জেনারেল ভোটের ফল মেনে না নেওয়ার বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়েছেন।
যুক্তরাষ্ট্রের রাজনৈতিক নেতারা যাতে সহিংসতায় উস্কানি না দেন বা সমর্থন না করেন, সেই আহ্বান জানিয়েছেন তারা।
>> মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হতে হলে ‘ইলেকটোরাল কলেজ’ নামে নির্বাচকমণ্ডলীর ভোটে প্রার্থীকে জিততে মোট ইলেকটোরাল ভোটের সংখ্যা ৫৩৮, জিততে হলে প্রয়োজন হবে ২৭০টি ভোট।
>> জয় পরাজয় নির্ধারণের চাবিকাঠি কয়েকটি অঙ্গরাজ্যের ইলেকটোরাল কলেজের হাতে, যেগুলোকে ব্যাটলগ্রাউন্ড স্টেট বলা হয়।
>> যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দেওয়োর সময় অ্যালকোহলভিত্তিক হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার নিয়ে ভোটারদের সতর্ক করেছে মার্কিন রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি)।
স্যানিটাইজার ব্যবহারের কারণে ব্যালট পেপার নষ্ট হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তারা। এ ব্যাপারে সাবধানতা অবলম্বনের জন্য ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছে সিডিসি।
>> মিশিগানে ভোটকেন্দ্রে বিনামূল্যে নাস্তার ব্যবস্থা করা হয়েছে।
>> নির্বাচনে পুনরায় যেন ডোনাল্ড ট্রাম্প বিজয়ী হন, সেই কামনায় মঙ্গলবার ভারতের দিল্লিতে পূজায় বসেছেন দেশটির হিন্দু ডানপন্থী শিব সেনার সদস্যরা। ফুল চন্দন দিয়ে তার জয় কামনা করছেন পূজারিরা।
>> বাইডেনকে সমর্থন দিয়ে ‘জাতীয় দুঃস্বপ্নের অবসান ঘটানো’র আহ্বান জানিয়েছেন মার্কিন সংগীত শিল্পী জন লিজেন্ড।
>> মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল বিতর্কিত হলে সড়কে এবং ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোতে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হতে পারে, এমন আশঙ্কা করছেন দেশটির ব্যবসায়ী নেতারা। এর পরিপ্রেক্ষিতেই শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানান তারা।
>> রাশিয়ায় আজ চ্যানেল ওয়ান টিভির সকালের অনুষ্ঠানে বলা হয়, “এই নির্বাচন এক দীর্ঘস্থায়ী রাজনৈতিক সংকটে রূপ নিতে পারে। ”
সূত্র: বিবিসি
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন