এক যুগ পর দেশে ফিরলেন রহস্যময়ী এই অস্ট্রেলীয় নারী
সাধারণ রূপ বিশেষজ্ঞ থেকে গাঁজার দুনিয়ায় মক্ষীরানি হয়ে ওঠা। তাকে নিয়ে তৈরি হওয়া চলচ্চিত্র, জাতীয় ইস্যুর অংশীদার ও কূটনৈতিক টানাপোড়েন সবমিলে গাঁজা কুইন চ্যাপেলে করবি বারবার চর্চিত চরিত্র থেকেছেন। ১৩ বছর পর সেই রহস্যময়ী মহিলা ফিরলেন তার দেশ অস্ট্রেলিয়ায়।
এক যুগের বেশি সময় বন্দি জীবন কাটিয়েছেন ইন্দোনেশিয়ায়। প্যারোলে মুক্তি পেয়েছিলেন। তারপর গত তিনবছর ইন্দোনেশিয়াতেই ছিলেন। আইনি জটিলতা কাটিয়ে অবশেষে ব্রিসবেনের বাড়িতে ফিরে এসেছেন।
২০০৪ সালের ঘটনা। ইন্দোনেশিয়ার বালি দ্বীপে আইন ভেঙে গাঁজা বহন করে নিয়ে যাওয়ার অভিযোগে গাঁজা কুইন চ্যাপেলে করবিকে গ্রেপ্তার করা হয়। ধরা পড়ার সময় তার কাছে ৪ কেজির মতো গাঁজা মিলেছিল। অস্ট্রেলীয় নাগরিককে কারাদণ্ডের নির্দেশ দেয় ইন্দোনেশিয়া সরকার। বিষয়টি নিয়ে দু’দেশের মধ্যে কূটনৈতিক টানাপোড়েন চলেছে দীর্ঘ সময়। নিজেকে বারবার নির্দোষ দাবি করেছেন গাঁজা কুইন চ্যাপেলে করবি।
২০০৭ সালে তাকে নিয়ে তৈরি করা হয় তথ্যচিত্র “গাঞ্জা কুইন” বা গাঁজার রানি। চ্যাপেলে করবি ইন্দোনেশিয়ায় দীর্ঘ নয় বছরের কারাদণ্ড ভোগ করেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন