এক লাইসেন্সে ৫টি ডিভাইসের নিরাপত্তা দিবে অ্যাভিরা

নতুন রূপে বাজারে এসেছে অ্যাভিরা অ্যান্টিভাইরাস প্রো। এই ভার্সনের সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে একটি লাইসেন্স দিয়ে ৫টি ডিভাইস ব্যবহার করার সুবিধা।

নেক্সট জেনারেশন এন্টিভাইরাস প্রোটেকশন সম্বলিত এই ভার্সনে আরও থাকছে র‌্যানসামওয়্যার সুরক্ষা, ব্যক্তিগত গোপনীয়তা, ফোন ও ইমেইল সাপোর্ট, শপিং ও ব্যাংকিং সুরক্ষা, নেটওয়ার্ক ও ইমেইল সুরক্ষা, ডিভাইস কন্ট্রোল এবং এড ব্লক সার্ভিস।

অ্যাভিরার নতুন এই এন্টিভাইরাস এর লাইসেন্স উইন্ডোজ, ম্যাক, আইওএস এবং এন্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চালিত যেকোন ৫টি ডিভাইসে ব্যবহার করা যাবে। অর্থাৎ, একজন ব্যবহারকারী একই ইমেইল আইডি দিয়ে নিবন্ধিত লাইসেন্সটি তার একটি ম্যাকবুক, একটি আইফোন, একটি উইন্ডোজ কম্পিউটার, একটি উইন্ডোজ মোবাইল এবং একটি এন্ড্রয়েড ফোনে কিংবা তার প্রয়োজন মত যেকোন ৫টি ডিভাইসে ব্যবহার করতে পারবেন।

বাংলাদেশের বাজারে স্মার্ট টেকনোলজিস (বিডি) লিঃ পরিবেশিত অ্যাভিরা এন্টিভাইরাস প্রো যারা ব্যবহার করছেন তারাও তাদের ক্রয়কৃত লাইসেন্সটি ব্যবহার করে উল্লেখিত সুবিধা উপভোগ করতে পারবেন।