একজন সাংবাদিক-ই আপনার আদর্শ জীবন সঙ্গী হতে পারে
ফাহিম ফরহাদ : প্রেম কিংবা বিয়ের ক্ষেত্রে যেসব পেশাজীবী এখনও অপছন্দের তালিকায় আছেন,
সাংবাদিকরা তাদের মধ্যে অন্যতম। সাংবাদিকতার পেশাকে অনেকে কম আয়ের পেশা ও ডিউটির কোনো নির্দিষ্ট টাইম নেই বলে মনে করে থাকে।আর তাই সাংবাদিকদের সঙ্গে জুটি/ঘর বাধতে অনেকে পা বাড়াতে নারাজ।
আসলে প্রতিটি পেশাতেই কিছুনা কিছু প্রতিবন্ধকতা থাকে। তবে সেই পেশার প্রতিবন্ধকতা না খুঁজে বরং দেখুন তার কোন দিক গুলো আপনার জীবনকে সহজ, সাবলিল, আর ভালোবাসায় ভড়িয়ে দিবে। আর সাংবাদিকদেরও আছে কিছু ভালো গুণ। যা অপনাকে মুগ্ধ করার পাশাপাশি জোড়ে দিতে পারে তার সঙ্গে।
যে কারণে জীবন সঙ্গী হিসেবে বেঁচে নিতে পারেন সাংবাদিকদের
১. তারা খুব পরিশ্রমী হয়, আর জানেনই তো “পরিশ্রম সৌভাগ্যের চাবিকাঠি “। আর যেখানে সৌভাগ্য সেখানে ভালোবাসা নিখুঁদ।
২.যদি হয় জীবন সঙ্গীনি সাংবাদিক, সেখানে কেউ সাহস পাবে না আপনাকে নাজেহাল করার।
৩.সাংবাদিকতা কথাটির পেছনে লুকিয়ে তাকে সাহসীকতা কথাটি, আর যারা সাহসী প্রেমিক বা জীবন সঙ্গী চায় তাদের জন্য সাংবাদিকরা একদম যথাযথ ।
৪. ট্রেন বা প্লেন বা বাস টিকিট নিয়ে চিন্তা নেই। আপনার পার্টনার সাংবাদিক হলে সে সব হাতের মুঠোয় যখন ইচ্ছে।
৫.একজন সাংবাদিকের পরিচিতির মূলেই রয়েছে তার কঠোর শ্রমের কাহিনি। তার সঙ্গে থাকলে আপনিই লাভবান হবেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন