একটি নতুন সূর্য || এইচ. এম নুর আলম

একটি নতুন সূর্য
এইচ. এম নুর আলম


একটি নতুন সূর্য-গানে, জাগায় প্রাণে আশা,
ভাগে জরা, মৃত্যু-মরা, জাগায় প্রত্যাশা।
জাগায় নতুন প্রাণ, ছড়ায় স্নিগ্ধ আলো,
দীপ্ত অরুণ-আলোয়, জাগুক সকল ভালো।

একটি নতুন সূর্য, একটি নতুন দিবস শুরু,
জাগিয়া উঠুক আশা, কাটুক রাতের ভেরী।
কাটুক নিশার ভ্রান্তি, জাগুক নতুন আশা,
ভাগুক পিশাচ-আত্মা, কাটুক বন্দী দশা।

একটি নতুন সূর্য, সুবাস-আলোয় ভরুক ধরা,
কাটুক রাতের আঁধার, ভাঙুক মিথ্যা-কড়া।
জাগুক নতুন স্বপন, আসুক ভেদি নবীন দল
হঠুক পিয়াস-শাপ, বাহুতে অজেয় বল-।।

একটি নতুন সূর্য-আনে, নতুন স্বপন শুরু
নতুনভাবে বাঁধুক বাসা, শীর্ণ নিদাঘ মরু।
সুবাসভরা পুষ্প ফুটুক, খুনে শিমুল-পলাশ
বসন্তরেই নতুন ফাগে, নবীণ প্রাণ-উচ্ছাস।

একটি নতুন সূর্য, হঠায় ধূ ধূ মরীচিকা,-
প্রকট লুপ্ত-আগুন, জ্বলুক দীপ্ত শিখা।
আড়মোড়াতে ভাঙে জরা, কাটুক অলসতা
নতুন করে স্বপ্ন দেখুক, জাগুক মানবতা।

একটি নতুন সূর্য-মানে, জাগে পথের দিশা,
নেভায় মারণ-জ্বালা, ভাগায় অমানিশা,
জাগওে নবীন দল, আনওে প্রদীপ আশা,
জেগে ঊঠুক পুনঃ মুক্তি-আলো, প্রত্যাশা।