একদিনে দুই জেলার সড়কে ঝরলো ১০ প্রাণ
দেশের দুই জেলায় সড়ক দুর্ঘটনায় ১০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২৮ জন মানুষ। এর মধ্যে শুক্রবার (৮ মার্চ) দুপুরে বাসের ধাক্কায় ৭ জন এবং ফরিদপুরে বাস খাদে পড়ে তিনজন নিহত হয়েছেন।
জানা গেছে, পিরোজপুর সদর উপজেলার পাড়েরহাট সড়কের ঝাউতলা বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় বাসের ধাক্কায় মোটরসাইকেল ও অটোরিকশায় থাকা সাতজন নিহত হন। এতে আহত হয়েছেন ১০ জন।
বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুজ্জামান।
গুরুতর আহতদের বরিশাল শেরে বাংলা ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
অন্যদিকে বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার চুমুরদী এলাকায় এলপিজি ফিলিং স্টেশনের সামনে ঢাকা-বরিশাল মহাসড়কে একটি দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, বরগুনা জেলার তালতলি থেকে ঢাকার আব্দুল্লাহপুরের উদ্দেশে ছেড়ে আসা ইমরান ট্রাভেলস নামক একটি যাত্রীবাহী বাস (যার রেজি নং- ঢাকা মেট্রো ব- ১২-৩০২০) বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। পরে আহত আরেক যাত্রী নিহত হন।
এ দুর্ঘটনায় ঢাকা-বরিশাল রোডে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন