একেকটি দূর্যোগে ফসলি জমিতে বাড়ছে লবনাক্ততা: মৃত্তিকা সম্পদ উন্নয়ন কর্মকর্তা

সাতক্ষীরা জেলা পর্যায়ে দারিদ্র ও জেন্ডার সংবেদনশীল এবং মানবাধিকার ভিত্তিক জলবায়ু ও দুর্যোগ ঝুঁকি অর্থায়ন ও বীমা ব্যবস্থা বিষয়ক মাল্টি এক্টর প¬াটফর্মের পরামর্শ ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গণমাধ্যমকর্মী ও মাল্টি এক্টর প্লাটফর্ম-ম্যাপের সাধারণ সম্পাদক শরীফুল্লাহ কায়সার সুমনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের উর্দ্ধোতন কর্মকর্তা সামসুন নাহার রত্না।
জেলা মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের ঊর্দ্ধতন কর্মকর্তা সামসুন নাহার রত্না বলেন, বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের জনজীবন ও অর্থনীতি জলবায়ু পরিবর্তনের সরাসরি ও গভীর প্রভাবের মুখোমুখি, যেখানে ঘূর্ণিঝড়, লবণাক্ততা, নদীভাঙন ও জলোচ্ছ্বাস বারবার জীবিকা ধ্বংস করছে এবং দারিদ্র্য ও বাস্তুচ্যুতির হার বাড়াচ্ছে। উপকূলে একেকটি দূর্যোগে বাড়ছে লবনাক্ততা আর এর সাথে হ্রাস পাচ্ছে ফসলের উৎপাদন।
অধ্যাপক ভারত্বেশ্বরী বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় উপকূলীয় দুর্যোগের উপর নির্মিত একটি ভিডিও ডকুমেন্টারি প্রদর্শন করার পাশাপাশি “জলবায়ু অভিযোজন এবং আসন্ন বাজেট” বিষয়ক একটি পেপার উপস্থাপন করেন চ্যানেল টোয়েন্টিফোরের সাংবাদিক আমিনা বিলকিস ময়না।
সভাপতির বক্তব্যে ম্যাপের সাতক্ষীরা জেলা কমিটির সহ-সভাপতি অধ্যাপক ভারত্বেশ্বরী বিশ্বাস বলেন, প্রায় তিন কোটি মানুষ জলবায়ু দুর্যোগের সম্মুখীন হয়ে বারবার জীবন ও সম্পদ হারাচ্ছে, অথচ এদের অভিযোজন ক্ষমতা খুবই সীমিত। কৃষিজমির লবণাক্ততা, খাল-নালা বন্ধ হয়ে জলাবদ্ধতা, দুর্বল বাঁধ ও ¯¬ুইস গেট, পর্যাপ্ত আশ্রয়কেন্দ্রের অভাব, এবং নদীভাঙনের ফলে সৃষ্ট বাস্তুচ্যুতি এসব সমস্যার সমাধানে দীর্ঘমেয়াদি, তথ্যভিত্তিক ও কাঠামোগত অভিযোজন উদ্যোগ অত্যন্ত জরুরী।
সভায় আলোচনা করেন জলবায়ু পরিষদের সাধারণ সম্পাদক অধ্যক্ষ আশেক এ এলাহী, এনজিও প্রতিনিধি মাধব চন্দ্র দত্ত, অ্যাডভোকেট নাজমুন নাহার ঝুমুর, প্রভাষক শরিফুল ইসলাম, রায়হান পারভেজ, সুন্দরবন ফাউন্ডেশনের পরিচালক আফজাল হোসেন, তালা উপজেলা ম্যাপ কমিটির সদস্য সচিব জুলফিকার রায়হান, আবুল কালাম, এস এস হাবিবুল হাসান, আব্দুস সালাম, শাম্মী আখতার কুমকুম, নাসরিন সুলতানা, ফারুক রহমান, চায়না দাস প্রমুখ।
অধ্যক্ষ আশেক এ এলাহী বলেন, জলবায়ু দুর্যোগের ঝুঁকিপূর্ণ মানুষগুলোর জন্য বরাদ্দ অপ্রতুল। এই বৈষম্য দূর করতে হলে, বাজেটে স্পষ্টভাবে উপকূলীয় এলাকার স্থানীয় চাহিদা ও দুর্বলতা চিহ্নিত করে বিশেষ বরাদ্দ নির্ধারণ করা আবশ্যক।
প্রাবন্ধিক আলোচনা উপস্থাপন করেন, ম্যাপ সিডিআরএফআই প্রকল্পের ব্যবস্থাপক হেলেনা খাতুন ও লার্ণিং এন্ড এ্যাডভোকেসী অফিসার বাহলুল আলম।
কেয়ার বাংলাদেশ ও সহযোগী সংস্থা অ্যাওসেড যৌথভাবে জার্মান ফেডারেল মিনিস্ট্রি ফর ইকনমিক কোঅপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট (ইগত) অর্থায়িত তিন বছর মেয়াদী ম্যাপ সিডিএফআরআই প্রকল্পের অধীনে ২২ এপ্রিল ২০২৫ বৃহস্পতিবার সাতক্ষীরা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে অনুষ্ঠিত ‘দারিদ্র ও জেন্ডার সংবেদনশীল এবং মানবাধিকারভিত্তিক জলবায়ু ও দুর্যোগ ঝুঁকি অর্থায়ন ও বীমা ব্যবস্থা বিষয়ক জেলা পর্যায়ের মাল্টি এক্টর প¬াটফর্মের পরামর্শ ও অভিজ্ঞতা বিনিময় সভা থেকে বাজেট পূর্ব আলোচনার পাশাপাশি আসন্ন পরিবেশ দিবস উদযাপনের বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়।