এটিই পৃথিবীর সবচেয়ে বিষাক্ত জীব
এবার পৃথিবীর সবচেয়ে বিষাক্ত জীবের তালিকায় সাপের উপরে নাম লেখাল একটি শামুকের প্রজাতির প্রাণি! সমুদ্রতটে ‘কোন স্নেল’ নামে এ প্রজাতির শামুকের সন্ধান পাওয়া যায়। আসলে এর বাস সমুদ্রের তলদেশে।
এর বিষ এতটাই বিপজ্জনক যে, সেই বিষের এক ফোঁটা প্রাণ নিতে পারে ২০ জন মানুষের! এবং এই বিষের কোন প্রতিষেধক আজ পর্যন্ত পাওয়া যায়নি। সব মিলিয়ে এই শামুকের ৮০০টি প্রজাতির সন্ধান পাওয়া গেছে। সব ক’টি প্রজাতির শামুকই মাংসাশী। তারা এই বিষ প্রয়োগ করে শিকারকে পক্ষাঘাতগ্রস্ত করে দেয়।
তবে এই শামুকের বিষের ছোঁয়া মানেই যে মৃত্যু তা নয়। বিজ্ঞানীদের কথায়, যেহেতু এর কোনও প্রতিষেধক এখন পর্যন্ত মেলেনি, তাই খানিকটা ভাগ্যের উপরই নির্ভর করতে হয়।
আক্রান্ত রোগীর বমি অথবা মল-মূত্রের মধ্যে দিয়ে সেই বিষ বাইরে বেরিয়ে গেলে তবেই রেহাই মিলতে পারে। কাজেই সমুদ্রের ধারে কখনও যদি দেখতে পান বিচিত্ররকমের শামুক, হাত দেওয়ার আগে ভেবে দেখুন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন