এতিম ৫ অসহায় শিশুর দায়িত্ব নেবে মানবিক কলারোয়া ফাউন্ডেশন
পিতা-মাতা নাই, মাদরাসা বা এতিখানায় পড়াশোনা করে এমন ৫জন অসহায় বাচ্চার ১৮বছর পর্যন্ত দায়িত্ব নিবে মানবিক কলারোয়া ফাউন্ডেশন। চলতি বছরের সেপ্টেম্বর থেকে মহতি এই উদ্যোগ গ্রহণ করবে বলে জানিয়েছে সংগঠনটি।
সংগঠনের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে- গরীব, অসহায় এবং সমাজের সুবিধাবঞ্চিত অবহেলিত মানুষের সার্বিক কল্যাণে নিয়োজিত ‘মানবিক কলারোয়া ফাউন্ডেশন’ সেচ্ছাসেবী সংগঠনটি। এর প্রতিষ্ঠাতা পরিচালক কাজী হাসিবুল হোসেন (রিয়াজ), সভাপতি কাজী আশরাফুল হোসেন (রিপন), প্রধান উপদেষ্টা ইলিয়াস হোসেন (রাসেল), আজীবন সদস্যগণ এবং উপদেষ্টাগণের মতামতের ভিত্তিতে বিশেষ পরিকল্পনা গ্রহন করা হয়েছে যে, এই বছরের সেপ্টেম্বর মাস থেকে পিতা-মাতাহীন অসহায় বাচ্চা, এতিমখানা/মাদরাসায় পড়ালেখা করে এমন পাঁচজন শিশু বাচ্চা কে তাদের বয়স ১৮ বছর হওয়া পর্যন্ত, তাদের লেখা-পড়া, থাকা-খাওয়া সর্বদিক দিয়ে তাদের সম্পূর্ন দায়িত্ব নিবে মানবিক কলারোয়া ফাউন্ডেশন।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়- পরবর্তীতে প্রতি ১ বছর পরপর আরো পাঁচজন করে বাচ্চার সংখ্যা বাড়ানো হবে।
এমন বিশেষ পদক্ষেপ হাতে নিয়ে সেচ্ছাসেবী সংগঠনটির এই প্রকল্পটি সম্পূর্ন মানবিক কলারোয়া ফাউন্ডেশনের নিজস্ব অর্থায়নে পরিচালনা করা হবে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন