এনইউবিটি খুলনাতে বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছুক শিক্ষার্থীদের মডেল টেস্ট
এনইউবিটি খুলনাতে বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছুক (বিজ্ঞান বিভাগের) শিক্ষার্থীদের নিয়ে গুচ্ছ পদ্ধতিতে মডেল টেস্ট পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজী খুলনার অডিটোরিয়ামে খুলনা জেলার বিভিন্ন কলেজের বিজ্ঞান বিভাগের শতাধিক ছাত্রছাত্রীদের নিয়ে সকাল ১০টায় মডেল টেস্ট পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পরীক্ষার ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারীদের মধ্যে পুরষ্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠানে সভাপতি হিসাবে উদ্বোধনী বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মোঃ শাহ আলম।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান অনুষদের ডিন, প্রফেসর ড. আনোয়ার এইচ জোয়াদার।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ‘বর্তমানে আধুনিক বিশ্বের চ্যালেঞ্জ মোকাবেলায় বিজ্ঞান ভিত্তিক শিক্ষায় নিজেদেরকে শিক্ষিত করে দেশের সেবায় তোমাদেরকে কাজ করতে হবে।’
সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইংরেজি ডিপার্টমেন্টের লেকচারার তুসমিত মেহরুবা একা।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন এসিস্ট্যান্ট ডাইরেক্টর মো. মাহমুদ হাসান, প্রিন্সিপাল অফিসার মো. রাশেদুল ইসলাম সবুজ, সিনিয়র অফিসার মো. সাইফুল ইসলাম, এডমিন অফিসার ইমরান জাহিদ ও বিভিন্ন পর্যায়ের শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ।
নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি খুলনার সিনিয়র জনসংযোগ কর্মকর্তা জোবায়ের মোস্তাফিজ প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন