এবার খেলার আগে স্টেডিয়ামে বোমা বিস্ফোরণ
আর্জেন্টিনার দুই ক্লাব বোকা জুনিয়র্স ও রিভারপ্লেটের সর্থকদের মধ্যে ঘটে যাওয়া কাণ্ডের উত্তাপ থামেনি এখনো। এর মধ্যেই কিনা ঘটে গেল আরেক কাণ্ড। গ্রিসের অলিম্পিক স্টেডিয়ামে মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগে এইকে এথেন্স বনাম অ্যাজাক্স ম্যাচ শুরু হওয়ার আগে পেট্রোল বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
গ্যালারিতে ঘটে যাওয়া এই ঘটনার পরও অবশ্য খেলা অনুষ্ঠিত হয়েছে। ডাচ ক্লাব আয়াক্স ২-০ গোলে হারিয়েছে স্বাগতিক এইকে এথেন্সকে।
কিন্তু ম্যাচটি মাঠে গড়ানোর আগে দুই ক্লাবের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাঁধে। এসময় গ্যালারিতে পেট্রোল বোমা বিস্ফোরণ হয়। আয়াক্স সমর্থকদের লক্ষ্য করে বোমা ছোড়া হয়েছিল। যাতে বেশ কয়েক জন আহত হন।
গন্ডোগোল থামাতে পুলিশ তৎপরতা চালালে পুলিশের সঙ্গেও সমর্থকদের সঙ্গে সংঘর্ষ বাঁধে। এক পর্যায়ে দুই দলের ফুটবলাররাও সর্থকদের শান্ত হওয়ার আহ্বান জানিয়ে মাঠে নামেন। শেষ পর্যন্ত ভালোভাবেই ম্যাচটি শেষ হয়েছে। তবে বিরতির সময়েও গ্যালারিতে ছিল উত্তাপ।
দুই দলের সমর্থকদের মধ্যে দণ্ডের জেরে আর্জেন্টিনার ফুটবলে ক’দিন আগে ঘটে গেছে এক কলঙ্কজনক ঘটনা। মহাদেশীয় ফুটবল আসর কোপা লিবার্তোদোরেসের ফাইনালের দ্বিতীয় লেগের ম্যাচের আগে প্রতিপক্ষ বোকা জুনিয়র্সের খেলোয়াড় বহনকারী গাড়িতে হামলা চালায় রিভারপ্লেট সমর্থকেরা।
রিভারপ্লেটের মাঠেই খেলতে এসেছিল বোকা জুনিয়র্স। এ নিয়ে আলোচনা-সমালোচনার উত্তাপ ছুঁয়ে গেছে পুরো ফুটবল বিশ্বেই। এমনকি গত শনিবার পণ্ড হওয়া ম্যাচটি আর্জেন্টিনার বাইরে হওয়ার সিদ্ধান্ত হয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন