এবার চীনের মোবাইল বাজার বন্ধ করছেন ট্রাম্প

চীনের মোবাইল বাজার বন্ধ করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের বাজারে প্রবেশাধিকারের জন্য বেইজিংয়ের করা একটি আবেদন মঙ্গলবার বাতিল করে দিয়েছে তার সরকার।

মার্কিন বাণিজ্যে মন্ত্রণালয়ের উপমন্ত্রী ডেভিড রেডল বলেছেন, ‘চীনা মোবাইল যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার প্রতি হুমকিস্বরূপ। চীনা কোম্পানিগুলোর সঙ্গে আলাপ করেও এটা সমাধান করা যায়নি।’

বিশ্বের প্রধান দুই অর্থনৈতিক পরাশক্তির মধ্যে ইতিমধ্যে বাণিজ্য যুদ্ধ চলমান রয়েছে। তারই ধারাবাহিকতায় এবার চীনা মোবাইল নিষিদ্ধ করতে যাচ্ছে ওয়াশিংটন। খবর এএফপির।

এর প্রতিক্রিয়ায় চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লু কাং বলেন, চীনা শিল্পকে এভাবে টার্গেট করা উচিত হচ্ছে না যুক্তরাষ্ট্রের।