এবার জুতার সোলে মিললো ইয়াবা
ময়মনসিংহে অভিযান চালিয়ে বিশেষ কায়দায় জুতার ভেতরে লুকিয়ে রাখা ২ হাজার ৪০০ পিস ইয়াবাসহ ২ নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বৃহস্পতিবার রাতে শহরের দিঘারকান্দা বাইপাস মোড় থেকে তাদের আটক করা হয়। এর আগে ৬০০ পিস ইয়াবাসহ এক যুবককে আটক করা হয়।
এ তথ্য নিশ্চিত করে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রথমে ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী হাবিবুল ইসলাম ওরফে আসিফকে (৩০) আটক করা হয়।
তিনি আরো জানান, পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে নগরীর দিঘারকান্দা বাইপাস মোড় সংলগ্ন মক্কা খাবার হোটেলের সামনে থেকে নাসরিন আক্তার (৪০) ও চায়না বেগম (৫০) নামে দুই নারীকে আটক করে ডিবি পুলিশের একটি দল। এ সময় তাদের পরিহিত জুতার ভেতর থেকে ২ হাজার ৪০০ পিস ইয়াবা পাওয়া যায়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন