এবার প্রশ্নফাঁস হবে না, আশ্বাস শিক্ষাপ্রতিমন্ত্রীর

আগামী ২ এপ্রিল থেকে অনুষ্ঠিত হতে যাওয়া উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। তাই এবার আর প্রশ্নপত্র ফাঁস হবে না বলে আশ্বাস দিয়েছেন কারিগরী ও মাদ্রাসা শিক্ষাপ্রতিমন্ত্রী কাজী কেরামত আলী।

আজ শনিবার বিকেলে মাদারীপুরের শিবচর উপজেলার ভদ্রাসনে জিসি একাডেমির শতবর্ষ পূর্তি উৎসবে অংশ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

এরইমধ্যে কয়েকজন প্রশ্নফাঁসকারীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান কাজী কেরামত আলী। তিনি বলেন, প্রশ্ন ফাঁসকারীকে ধরিয়ে দিতে পারলেই পাঁচ লাখ টাকা পুরস্কারও ঘোষণা করা হয়েছে।

সারা দেশে ১০০টি কারিগরী শিক্ষাস্কুল ও কলেজের টেন্ডার হয়ে গেছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, নির্বাচনের আগে প্রতিটি স্কুল, কলেজ, মাদ্রাসায় একটি করে ট্রেডের উপর কারিগরী শিক্ষা চালু করা হবে।

এ সময় মঞ্চে দুটি গানও পরিবেশন করেন প্রতিমন্ত্রী।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সংসদীয় দলের সেক্রেটারি ও অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নূর ই আলম চৌধুরী, শিবচর উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম তালুকদার, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মুনির চৌধুরী, বিদ্যালয়টির ম্যানেজিং কমিটির সভাপতি আবদুল লতিফ মুন্সী, প্রধান শিক্ষক আবুল হোসেন মিয়া প্রমুখ।