এবার র্যাফট খুলে গেল ‘হংসবলাকা’র
এবার বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার ‘হংসবলাকা’র র্যাফট খুলে পড়েছে। রোববার (৭ এপ্রিল) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এ ঘটনা ঘটে।
এয়ারলাইনসে সূত্রে জানা গেছে, হংসবলাকার বিজি-089 ফ্লাইটটি ব্যাংকক থেকে ঢাকা এসে নামে। এরপর ভুলে সামনের একটি ইমার্জেন্সি এক্সিট ডোরের র্যাফট খুলে পড়ে। বোর্ডিং ব্রিজে ছয় নম্বর বেল্ট লাগানোর সময় দরজা ঠিক মতো খোলেনি। ভুলে র্যাফট ওপেন হওয়ায় বোর্ডিং ব্রিজ বাদ দিয়ে পরে সিঁড়ি দিয়ে যাত্রী নামানো হয়।
এর আগে ২০১৮ সালের সেপ্টেম্বরে ‘আকাশবীণা’র সামনের একটি ইমার্জেন্সি ডোরের র্যাফটও খুলে পড়েছিল।
২০১৮ সালের ডিসেম্বরে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বহরে আনুষ্ঠানিকভাবে যুক্ত হয় বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার ‘হংসবলাকা’।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন