এবার লাদেনের জীবনকাহিনী নিয়ে সিনেমা
বলিউড নির্মাতা বিশাল ভরদ্বাজ এবার তৈরি করবেন কুখ্যাত আল কায়েদা নেতা ওসামা বিন লাদেনের জীবনীভিত্তিক সিনেমা।
সূত্র বলছে, নতুন এই সিনেমায় দেখা যাবে ওসামা বিন লাদেনের জীবনের নানা অজানা অধ্যায়। সিনেমাটির কাহিনি লিখেছেন বর্ষীয়ান অনুসন্ধানী প্রতিবেদক ক্যাথি স্কট ক্লার্ক ও অ্যাড্রিয়ান লেভি। আর বিশাল ভরদ্বাজ শুধু ছবিটি পরিচালনাই করছেন না, এই সিনেমার সহপ্রযোজকও হবেন তিনি। কিন্তু লাদেনের চরিত্রে কে অভিনয় করবেন এবং অন্যান্য চরিত্রে কারা থাকছেন, সেসব এখনই জানাতে চান না এই নির্মাতা।
শুধু বলা হয়েছে, এখানে ওসামা বিন লাদেনের জীবন, আল-কায়েদার গড়ে ওঠা আর আইএস প্রতিষ্ঠার বিষয়টি ফুটিয়ে তোলা হবে।
ছবির নাম হতে পারে ‘অ্যাবোটাবাদ’। ২০১১ সালে পাকিস্তানের অ্যাবোটাবাদ শহরেই হত্যা করা হয় ওসামা বিন লাদেনকে।
সৌদি আরবে জন্ম নেয়া ওসামা বিন লাদেন আল-কায়েদা সংগঠনের প্রতিষ্ঠাতা হিসেবে পরিচিত। বিশেষ করে ২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে টুইন টাওয়ারে সন্ত্রাসী হামলার ঘটনাটির বিশ্বজুড়ে ব্যাপক পরিচিতি পান তিনি। ২০১১ সালের মে মাসের ২ তারিখে দিবাগত রাতে পাকিস্তানের আ্যবোটাবাদ শহরে মার্কিন কমান্ডোদের হামলায় (অপারেশন জেরোনিমো) ওসামা বিন লাদেন নিহত হন। সূত্র : ইন্ডিয়া টুডে
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন