এবার সৌদি নারীদের পাইলট হওয়ার দরজা খুলছে
গাড়ি চালানোর অনুমোদনের পর এবার নারীদের জন্য পাইলট হওয়ার দরজা খুলে দিচ্ছে সৌদি আরবের ফ্লাইট স্কুল। জানা গেছে, ওই স্কুলে নারীদের বিমান চালানোর যাবতীয় প্রশিক্ষণ দেওয়া হবে।
সৌদি গেজেটের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইতোমধ্যেই অক্সফোর্ড এভিয়েশন অ্যাকাডেমিতে প্রশিক্ষণ নেওয়ার জন্য কয়েকশ নারী আবেদন করেছেন। যাচাই-বাছাই শেষে চলতি বছরের সেপ্টেম্বর থেকে প্রশিক্ষণ শুরু হবে।
বেসামরিক পাইলট হতে চান দালাল ইয়াসার। তিনি বলেন, এ ব্যাপারে প্রশিক্ষণের জন্য অনেকেই বিদেশে যাচ্ছে। তবে পুরুষের তুলনায় নারীদের জন্য সেটা একটু কষ্টকর।
তিনি আরো বলেন, নির্দিষ্ট গণ্ডির মধ্যে আমরা সীমাবদ্ধ থাকতে চাই না। নারীদের জন্য সব দরজা এখন খুলে যাচ্ছে। আপনার যদি ক্ষুধা থাকে, তাহলে আপনার সামর্থ্যও থাকবে।
জানা গেছে, ওই স্কুলে তিন বছরের প্রশিক্ষণ দেওয়া হবে। এ সময় তাদের তাত্ত্বিক এবং ব্যবহারিক প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণের জন্য ওই স্কুলে যাবতীয় সরঞ্জাম রয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন