এবার ২২টি জ্বলন্ত মোমবাতি মুখে ধরলেন তিনি!
২২টি জ্বলন্ত মোমবাতি মুখে ধরলেন ভারতের মুম্বাইয়ের এক স্কুল শিক্ষক। আর তাতেই নাম লেখালেন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে।
নেটদুনিয়ায় তার সম্পর্কে যা তথ্য মিলছে, তাতে জানা যাচ্ছে, তিনি স্কুল শিক্ষক। তবে সেটা পেশা। সেই পরিচয়েই নিজেকে আবদ্ধ রাখেননি। বরং নেশা বা ফ্যাশনে ছাপিয়ে গিয়েছেন নিজের পেশায় পরিচয়।
জানা যায়, তিনি একাধিকবার গিনেস ও লিমকা বুক অফ রেকর্ডসে নাম তুলেছেন। এক মিনিটে ৭৩টি আঙুর খেয়ে রেকর্ড গড়েছেন। আবার এক হাতে ১০টি বিলিয়ার্ড বল একসঙ্গে ধরে বিশ্বকে বিস্মিত করেছিলেন। এরকম বহু অসাধ্যই সাধন করেছেন। এবার ২২টি জ্বলন্ত মোমবাতি মুখের মধ্যে ধরে থাকলেন বেশ কিছুক্ষণ।
সেই ভিডিও পোস্ট করে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস-এর ফেসবুক পেজে জানানো হয়েছে। কারো বন্ধুর জন্মদিন থাকলে নেটিজেনদের এই ভিডিও উপহার দেওয়ার কথাও জানানো হয়েছে। তবে এ জিনিস যে বিপজ্জনক তা বলার অপেক্ষা রাখে না।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন