এবারও ইউরোপে রপ্তানি হচ্ছে মেহেরপুরের আম
মেহেরপুরে ফ্রুট প্রটেক্টিং ব্যাগ ব্যবহার করে উৎপাদিত আম রপ্তানি হচ্ছে ইউরোপের বিভিন্ন দেশে। বিশ্বখ্যাত ওয়ালমার্ট কোম্পানী এ অঞ্চলের আম রপ্তানি করবে জার্মান, ফ্রান্স, সুইজারল্যান্ড, ইংল্যান্ডসহ বিভিন্ন দেশে।
রপ্তানিকারক প্রতিষ্ঠান ওয়ালমার্ট মেহেরপুরের বিভিন্ন আম বাগান থেকে এবার আড়াইশ’ মেট্রিক টন আম সংগ্রহ করবে। নির্ধারিত বাগানগুলোর আমে ইতোমধেই্য কার্বন ব্যাগ পড়িয়ে রাখা হয়েছে।
আম চাষিরা জানিয়েছেন , প্রতিটি কার্বন ব্যাগ তারা কিনেছেন চার টাকায়। এসব ব্যাগ দু’বছর পর্যন্ত ব্যবহার করা যাবে। ফ্রুট প্রটেক্টিং ব্যাগ ব্যবহারে আম রোদ, বৃষ্টি বা পোকামাকড়ের আক্রমণ রক্ষা পাবে।
মাটি ও আবহাওয়ার কারণে মেহেরপুরের সুস্বাদু হিমসাগর আম গত বছর ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত দেশগুলোতে রপ্তানি করা হয়েছে। এবারও মেহেরপুরের কিটনাশকমুক্ত আম দ্বিতীয়বারের মতো রপ্তানি হচ্ছে ওই দেশগুলোতে।
ইউরোপিয়ান ইউনিয়ন যে আম নিচ্ছে তার দাম পাওয়া যাবে ভালো। এতে লাভবান হবেন আম চাষি, বাগান মালিক ও আম ব্যবসায়িরা।
আম চাষিদের বিভিন্ন ব্যাংকের মাধ্যমে সুদমুক্ত ঋণ দেয়ার ব্যবস্থা করার কথা জানিয়েছেন জেলা প্রশাসক।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন