এবারের নির্বাচনে উত্তেজনা আছে : অর্থমন্ত্রী
![](https://ournewsbd.net/wp-content/uploads/2018/12/image-127825-1546148577.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, দেশের অন্য স্থানে কি হবে জানি না। তবে সিলেট- ১ আসনে নৌকাই জিতবে। এখানে জিততে তেমন বেগ পেতে হবে না।
রোববার সকাল সাড়ে ১০ টায় নগরীর দুর্গাকুমার পাঠশালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নৌকার প্রার্থী ছোট ভাই আব্দুল মোমেনকে নিয়ে ভোট দেন মুহিত।ভোটদান শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, ২০০৮ সালে উৎসবমুখর পরিবেশে ভোট হয়েছিল। খুব আনন্দ ছিল। তবে ২০১৪ সালে প্রতিযোগিতা না থাকায় কোনো আনন্দ ছিল না। এবার যেহেতু সব দল অংশগ্রহণ করেছে, তাই উৎসবমুখর পরিবেশে ভোট হচ্ছে, আনন্দ আছে। এ নির্বাচনে একটু উত্তেজনা আছে, সেটা থাকবেই।
এসময় কথা বলেন নৌকার প্রার্থী আবদুল মোমেন। তিনি বলেন, শান্তিপূর্ণ ভোটগ্রহণ হচ্ছে। তিনিই জয়ী হবেন।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন