এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পাঠানোর পরিকল্পনা
আগামি বছরের জানুয়ারি মাস থেকে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের (ইএফটির) মাধ্যমেই এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পাঠানোর পরিকল্পনা করছে সরকার।
২০২১ নতুন বছরে শিক্ষকদের এ উপহার দেয়ার লক্ষ্য নিয়েই কাজ করছে শিক্ষা মন্ত্রণালয়।
এ জন্য গঠিত টেকনিক্যাল কমিটি শিক্ষকদের তথ্য সংগ্রহ ও যাচাইয়ের কাজ করছে।
নতুন বছর থেকেই ইএফটির মাধ্যমেই শিক্ষকরা বেতন পাবেন বলে আশা করছেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মোমিনুর রশিদ আমিন গণমাধ্যমে এ তথ্য জানান।
তিনি বলেন, নববর্ষের উপহার হিসেবে আগামি জানুয়ারি মাস থেকেই ইএফটির মাধ্যমে শিক্ষকদের বেতনভাতা দেয়ার পরিকল্পনা করা হয়েছে। সেই লক্ষ্যেই কাজ চলছে। আশা করছি জানুয়ারি মাস থেকেই এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা ইএফটির মাধ্যমে পাঠাতে পারবো।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন