এমবাপেও ‘অভিনয়’ করলেন!
রাশিয়া বিশ্বকাপে ফাউল হলেই এখন দর্শকেরা সন্দেহের দৃষ্টিতে তাকায়। আসলেই এটা ফাউল তো? নাকি খেলোয়াড় অভিনয় করছেন? বলা বাহুল্য যে, সকলের মনে এই সন্দেহের উদ্রেক ঘটিয়েছেন ব্রাজিল সুপারস্টার নেইমার। যিনি এই বিশ্বকাপে দুর্দান্ত খেলছেন। গ্রুপ পর্বে কোস্টারিকার বিপক্ষে নেইমারের কাণ্ডের রেশ দেখা গেল আজ কোয়ার্টার ফাইনালের প্রথম ম্যাচে।
নিঝনী নভগোরেডে আজ দিনের প্রথম খেলায় মুখোমুখি হয়েছিল ফ্রান্স আর উরুগুয়ে। ফ্রান্সের দুর্দান্ত গতিময় ফুটবলের সামনে পাত্তাই পায়নি এডিনসন কাভানিকে ছাড়া খেলতে নামা উরুগুয়ে। হেরেছে ২-০ গোলে। অস্কার তাবারেসের পুরো পরিকল্পনা ছিল আর্জেন্টিনার বিপক্ষে জোড়া গোল করা কিলিয়ান এমবাপেকে নিয়ে। তাই ম্যাচের শুরু থেকেই এই পিএসজি তারকাকে আটকে রাখে উরুগুয়ের ডিফেন্ডাররা।
১৯ বছর বয়সী এমবাপের পায়ে বল যাওয়া মানেই চার-পাঁচজন মিলে তাকে ঘিরে ফেলা হবে। শেষ পর্যন্ত মেজাজ ধরে রাখতে পারেননি এমবাপে। ক্রিস্তিয়ান রদ্রিগেসের হালকা ছোঁয়া লেগেছিল, তাতেই মাটিতে পড়ে গড়াগড়ি খেয়ে মারাত্মক চোটের ভান করেন তিনি। এতে ক্ষেপে যায় তার সতীর্থরা। লেগে যায় হাতাহাতি। রেফারি অনেক কষ্টে এই হাতাহাতি থামিয়ে এমবাপে-গ্রিজমানকে হলুদ কার্ড দেখিয়ে দেন।
এমবাপের এই কাণ্ড দেখার পর অনেকে বলছেন, তার ঘাড়ে নেইমারের ভুত চেপেছে। পিএসজিতে দুজনে তো একসঙ্গেই খেলেন। তাছাড়া ইদানিং রিয়াল মাদ্রিদও এই দুজনকে একসঙ্গেই কিনতে চাচ্ছে। যদিও নেইমার কিংবা এমবাপে রেফারিকে বোকা বানাতে পারেননি। এমবাপে তো পরীক্ষায় পাস করে গেলেন, নেইমারের পরীক্ষা রাত ১২টায়। জিতলেই ১০ জুলাই সেমিতে মুখোমুখি হবেন দুই তরুণ সুপারস্টার।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন