এরদোয়ানকে কড়া বার্তা সালমানের
তুরস্কে সৌদি দূতাবাসে সাংবাদিক জামাল খাশোগি হত্যার ঘটনায় নাম উল্লেখ না করে প্রেসিডেন্ট এরদোয়ানকে হুঁশিয়ারি দিয়েছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান।
আশ-শারকুল আওসাত পত্রিকাকে দেয়া এক সাক্ষাতকারে যুবরাজ এ হুঁশিয়ারি দিয়েছেন বলে সোমবার খবর প্রকাশ করেছে ইরানি সংবাদমাধ্যম।
সাক্ষাতকারে যুবরাজ বলেন, ‘খাশোগি হত্যার ঘটনা অত্যন্ত বেদনাদায়ক। কিন্তু কেউ যদি রাজনৈতিকভাবে সুযোগ গ্রহণের চেষ্টা করে তাহলে তা বন্ধ হওয়া উচিত।
তিনি বলেছেন, তুরস্কসহ সব মুসলিম দেশের সঙ্গে সম্পর্ক উন্নত করতে আগ্রাহী সৌদি আরব। কিন্তু খাশোগি হত্যাকাণ্ড নিয়ে তুরস্ক স্বার্থ হাসিলের চেষ্টা করলে তা মেনে নেয়া হবে না।
ওয়াশিংটন পোস্টের ওই কলামিস্ট ২০১৮ সালের ২ অক্টোবর তুরস্কের ইস্তানবুলে সৌদি কনস্যুলেটে গিয়ে নিখোঁজ হন। পরে জানা যায়, সৌদি কর্তৃপক্ষ তাকে পরিকল্পিতভাবে হত্যা করেছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন