এসএ টিভির ১৩ তম বর্ষে পদার্পণ উদযাপন
দেশের জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন এসএটিভি’র ১৩ বছরে পদার্পন উপলক্ষ্যে বর্ণাঢ্য অনুষ্ঠান পালিত হয়েছে রাঙ্গামাটিতে। ১২ পেরিয়ে ১৩ বছরে পদার্পণ করলো এই চ্যানেলটি। রাঙামাটি প্রেসক্লাবে কেক কেটে এসএটিভি’র ১৩ তম পদার্পণ উদযাপিত হয়।
রবিবার (১৯ জানুয়ারি) সকালে এসএটিভি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে রাঙ্গামাটি প্রেস ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লে. কর্ণেল জুনায়েদ উদ্দিন শাহ চৌধুরী, লে.কর্ণেল মোঃ এরশাদ হোসেন চৌধুরী, রাঙ্গামাটি জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল, রাঙামাটি জেলা জামায়াতের আমির আব্দুল আলিম।
এসময় অনুষ্ঠানে এসএটিভি’র রাঙ্গামাটি প্রতিনিধি মোঃ সোলায়মান, প্রবীণ সাংবাদিক দৈনিক গিরিদর্পন এর সম্পাদক- এ. কে. এম. মকছুদ আহমেদ, রাঙ্গামাটি প্রেসক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল, সাধারণ সম্পাদক আনোয়ার আল হক, আওয়ার নিউজ এর রাঙ্গামাটি প্রতিনিধি পিংকি আক্তার সহ জেলার প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকবৃন্দ গণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা এসএটিভির বস্তুনিষ্ঠ সংবাদ ও অনুষ্ঠানমালার ভুয়সী প্রশংসা করার পাশাপাশি আগামী দিনের প্রত্যাশার কথা জানান।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন