ওমরাহ পালন করলেন প্রধানমন্ত্রী
সৌদি আরবের পবিত্র মক্কায় ওমরাহ পালন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও উন্নতি কামনা করে বিশেষ দোয়া করেন।
দেশটির স্থানীয় সময় শনিবার রাত ১টার আগে পবিত্র ওমরাহর আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন শেখ হাসিনা। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে তার ছোট বোন শেখ রেহানাও ছিলেন।
জানা গেছে, নবীর রওজা জেয়ারত করতে রোববার সকালে মদিনা যাবেন প্রধানমন্ত্রী। রাতে মদিনা থেকে মক্কায় ফিরবেন তিনি। এরপর সেখান থেকেই ফিনল্যান্ডের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী।
টানা ১২ দিনের সরকারি সফর শেষে আগামী ৮ জুন ঢাকায় ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এর আগে ২৮ মে জাপান সফরে যান প্রধানমন্ত্রী। জাপান সফর শেষে ৩১ মে সৌদি আরব আসেন শেখ হাসিনা।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন