ওষুধের ডাবল ডোজ খেয়ে হাসপাতালে ব্যারিস্টার মওদুদ
গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। গত বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) দুপুরে তাকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
তার ব্যক্তিগত সহকারী মমিনুর রহমান সুজন জানান, ব্যারিস্টার মওদুদ সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালের কার্ডিওলজিস্ট চার্লস তোহ এর প্রেসক্রিপশনের ওষুধ খাচ্ছিলেন। এর মধ্যে দেশের বেসরকারি হাসপাতাল এভারকেয়ারের কার্ডিওলজিস্ট শাহাবুদ্দিন তালুকদারও শরীরের ভিন্ন একটি বিষয়ে একই ওষুধ দিয়েছেন। ছয়মাস ধরে বিএনপির এই নেতা রিভারক্স আর প্যারাডক্সা নামের একই ওষুধ একসাথে খান। এর পার্শ্ব প্রতিক্রিয়ায় তার শরীরে ইন্টারনাল ব্লিডিং হয়। এতে শরীরের হিমোগ্লোবিন কমে যায়।
হাসপাতালে ভর্তির আগের কয়েকদিন ব্যারিস্টার মওদুদ আহমদ বিছানা থেকে উঠতে পারছিলেন না ও চোখ খুলতে পারছিলেন না। পরে অবস্থা গুরুতর দেখে তাকে এভারকেয়ারের সিসিউতে ভর্তি করা হয়। এর মধ্যে হাসপাতালে দুই ব্যাগ রক্তও দেয়া হয়।
সুজন জানান, এখন ব্যারিস্টার মওদুদ কিছুটা সুস্থতা অনুভব করছেন। দুই তিন পরে হাসপাতাল থেকে বাসায় যেতে পারবেন বলে চিকিৎসকরা জানিয়েছেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন