কক্সবাজারের কুতুপালং থেকে রোহিঙ্গা যুবকের মরদেহ উদ্ধার
![](https://ournewsbd.net/wp-content/uploads/2022/06/images-7.jpeg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-৪ থেকে এক রোহিঙ্গা যুবকের হাত-মুখ বাঁধা ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনার পর থেকে ওই ক্যাম্পে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
নিহত যুবকের নাম মোহাম্মদ সমিন (৩০)। তিনি কুতুপালংয়ের ক্যাম্প-৪ মধুরছড়ার সি ব্লকের বাসিন্দা মোহাম্মদ সুফিয়ানের ছেলে।
শনিবার (১১ জুন) দুপুরে এ তথ্য জানিয়েছেন ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের নাম প্রকাশে অনিচ্ছুক জ্যৈষ্ঠ এক কর্মকর্তা।
ওই কর্মকর্তা জানান, শুক্রবার (১০ জুন) রাতে মধুরছড়া ক্যাম্পে রোহিঙ্গা সমিনকে হাত-মুখ বেঁধে বেধড়ক মারধর করা হয়। তাকে আহত অবস্থায় উদ্ধার করে তাৎক্ষণিকভাবে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এক বিশ্বস্ত সূত্র বলছে, নিহত সমিন বিভিন্ন সময় ক্যাম্পে সন্ত্রাসীদের আটক করতে প্রশাসনকে সহযোগিতা করে আসছিল। এই কারণে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে সন্ত্রাসীদের ধরতে পুলিশ-এপিবিএনের যৌথ অভিযান চলছে বলেও জানান উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলী।
তিনি আরও জানান, নিহত রোহিঙ্গা যুবকের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন