কক্সবাজার থেকে নিয়ে আসা ইয়াবা সহ তরুন তরুণী যশোরে আটক
![](https://ournewsbd.net/wp-content/uploads/2022/10/images-80.jpeg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
কক্সবাজার থেকে নিয়ে আসা ইয়াবার চালানসহ যশোরে তরুণ-তরুণীকে আটক করেছে র্যাব। এ সময় তাদের কাছ থেকে আড়াই হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।
বৃহস্পতিবার (২৭ অক্টোবর) বিকেলে পৌর শহরের মণিহার এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- যশোর শহরতলীর ঝুমঝুমপুর চান্দের মোড় এলাকার মৃত নুর ইসলামের ছেলে শরিফুল ইসলাম টগর ও শহরের বেজপাড়া এলাকার মুকুল হোসেনের মেয়ে মিম আক্তার। এদের মধ্যে মিম টিকটকে ভিডিওর মাধ্যমে ইয়াবা বিক্রি করতেন বলে র্যাবের কাছে স্বীকার করেছেন।
র্যাব-৬ যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার এম নাজিউর রহমান বলেন, গোপন তথ্যের ভিত্তিতে র্যাব সদস্যরা বৃহস্পতিবার বিকেলে মণিহার এলাকায় অবস্থান নেন। এ সময় একটি বাস থেকে নামা টগর ও মিমের ব্যাগ তল্লাশি করে আড়াই হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। তবে অভিযানের বিষয়টি টের পেয়ে ইয়াবা ডিলার সোহেল পালিয়ে যান। দুজনকে আটক করা হয়েছে।
নাজিউর রহমান আরও বলেন, জিজ্ঞাসাবাদে তারা জানায়, মিম টিকটকে ভিডিও করে ক্রেতাদের আকৃষ্ট করতেন। এরপর তার সঙ্গে যোগাযোগ করলে ইয়াবা সরবরাহ করতেন। দুজনকে কোতোয়ালি থানায় সোপর্দ করা হয়েছে।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন