কক্সবাজারে পুকুরে ডুবে ৩ শিশুর মৃত্যু
![](https://ournewsbd.net/wp-content/uploads/2017/06/duba-ms20170625122249.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
কক্সবাজারে পুকুরে গোসল করতে নেমে দুই ভাইসহ তিন শিশুর মৃত্যু হয়েছে। রোববার সকালে সদর উপজেলার ঈদগাঁও ইউনিয়নের ডুলাফকির মাজার এলাকায় এ ঘটনা ঘটে।
ঈদগাঁও পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ খায়রুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত শিশুরা হলো- ওই এলাকার আব্দুস ছমদের ছেলে মোহাম্মদ আব্দুল্লাহ (১৩) ও মোহাম্মদ তুহিন (৮) এবং একই এলাকার আবু তাহেরের ছেলে তাজমীর আহমেদ মনি (১১)।
এসআই খায়রুজ্জামান জানান, সকালে এ ঘটনায় আরও দুই শিশুকে অসুস্থ অবস্থায় উদ্ধার করা হয়েছে। এরা হলো- একই এলাকার আব্দুস ছমদের আরেক ছেলে আব্দুল আজিজ (১০) এবং আব্দুস সালামের ছেলে মোহাম্মদ তারেক (১৩)। তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
পরিবারের সদস্যদের কাছে মরদেহগুলো হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন