কচি মুখে মাড়ি ভর্তি দাঁত নিয়ে জন্মাল শিশু
জন্মের পর বাচ্চারা বেশ কয়েক মাস স্রেফ দুধ খায়। এই বাচ্চার বোধহয় তাড়াটা খুব বেশি। তাই সে জন্মেছে সাত সাতটা পূর্ণ পরিণত দাঁত নিয়ে। দুধ তো ছোটরা খায়, মাছ, মাংস খাবে সে।
ছেলেটির নাম রাখা হয়েছে প্রায়াণ। জন্মের পর তাকে বুকের দুধ খাওয়াতে পারছিলেন না মা। মুখে হাত দিয়ে দেখেন, ছেলের কচি মাড়ি ভর্তি দাঁত। শিশুদের দাঁতের ডাক্তার দেখানো হয়েছে প্রায়াণকে। তিনি বলেছেন, কেন যে সে এইভাবে ৭টা দাঁত নিয়ে জন্মাল, তার নির্দিষ্ট কোনও কারণ নেই। অপারেশন করে তুলে দেওয়া হয়েছে দাঁতগুলি কারণ ভয় ছিল, ভেঙে গেলে সদ্যজাতর গলায় সেগুলো আটকে যেতে পারে।
প্রতি ৩০০০-এ ১ জন শিশু একটা বা দুটো দাঁত নিয়ে জন্মায়। এভাবে ৭টা দাঁত নিয়ে শিশু জন্মের কথা আগে শোনা যায়নি। গর্ভাবস্থায় মায়ের ঠিকমত পুষ্টির অভাবে এমন ঘটতে পারে বলে চিকিৎসকরা মনে করছেন। -এবিপি
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন