করোনায় মারা গেলেন রৌমারীর উপসহকারি কৃষি কর্মকর্তা
![](https://ournewsbd.net/wp-content/uploads/2021/07/Kurigram-Corona-death-photo-24.07.2021.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
কোভিট ১৯ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন কুড়িগ্রামের রৌমারী উপজেলার উপ-সহকারি কৃষি কর্মকর্তা ও ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ রৌমারী উপজেলা শাখার সাবেক সভাপতি গোলাম আজম।
মরহুমের স্ত্রী রাশেদা বেগম জানান, ১৯ জুলাই করোনায় আক্রান্ত হলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকাল ৯টার দিকে মারা যান তিনি।
মৃত গোলাম আজম জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ি ইউনিয়নের মাদারের চর (মাস্টার বাড়ি) গ্রামের মৃত আলহাজ হেকমত আলীর ছেলে। তিনি দ্বির্ঘ ২৫ বছর ধরে রৌমারী উপজেলার উপ-সহকারি কৃষি কর্মকর্তার দায়িত্ব পালন করে আসছিলেন।
তার মৃত্যুতে রৌমারী কৃষি সম্প্রসারন অধিদপ্তর ও ডিকেআইবিসহ রৌমারী উপজেলার সর্বস্থরের মানুষ তার আতœার মাগফেরাত ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন