করোনায় সাতক্ষীরা মেডিকেলে দুই জনের মৃত্যু
![](https://ournewsbd.net/wp-content/uploads/2021/03/corona-1-করোনা.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের ফ্লু কর্নারে মহিলাসহ দুই জনের মৃত্যু হয়েছে।
সোমবার (১৯ এপ্রিল) পৃথক সময়ে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান। দুইজনই জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন।
করোনা আক্রান্তে মৃত্যু ওই দুই জন হলেন- সাতক্ষীরা সদর উপজেলার পলাশপোল এলাকার মৃত মোহাম্মদ আলীর ছেলে মোশাররফ হোসেন (৮৬) ও যশোরের ঝিকরগাছা উপজেলার খরসা গ্রামের মো. কামাল হোসেনের স্ত্রী লিপি খাতুন (৩৫)।
হাসপাতাল সূত্রে জানা গেছে, সাতক্ষীরার মোশাররফ হোসেন গত ৮ এপ্রিল হাসপাতালে ভর্তি হওয়ার পর ১৯ এপ্রিল রাত ২টার দিকে এবং ঝিকরগাছার লিপি খাতুন গত ১২ এপ্রিল হাসপাতালে ভর্তি হওয়ার পর ১৯ এপ্রিল সকাল সাড়ে ৭টার দিকে মারা যান।
এ নিয়ে হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে মৃত রোগীর সংখ্যা দাঁড়ালো ৩৯ জনে।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন