কলকাতায় আসার জন্যে ব্যাকুল আনুশকা, কারণটা হয়ত জানেন না বিরাটও!
![](https://ournewsbd.net/wp-content/uploads/2017/07/1920585_kalerkantho_pic-800x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
এখন তিনি শাহরুখ খানের সঙ্গে প্রচারে ঘুরে বেড়াচ্ছেন দেশের নানা প্রান্তের ছোট শহরে। কিন্তু ইমতিয়াজ আলির এই ছবি কলকাতায় প্রোমোশন করতে আসার কোনো সম্ভাবনাই নেই আনুশকা আর শাহরুখের।
তাহলে? আনুশকা কেন এত তাড়াতাড়ি কলকাতায় আসতে চাইছেন? কী এমন দরকার? উত্তরের আভাস পাওয়া গেল এই টলিউডেরই ডাকসাইটে অভিনেতা পরমব্রতর কাছ থেকে।
তিনি জানালেন, পরি ছবির শ্যুটিংয়ের বেশ কিছুটা পর্ব শেষ করা হয়েছে মুম্বাইয়ে। টানা শ্যুট সেরে ফিরে এসেছেন কলকাতায়। কিন্তু এবার আসল কাজটাই বাকি। কলকাতায় এই ছবির প্রায় অর্ধেক অংশের শ্যুটিং হবে।
অাগস্ট মাস থেকেই পুরোদমে চলবে শ্যুটিংয়ের কাজ। ক্লিন স্লেট ফিল্মসের প্রযোজনার এই ছবিতে আনুশকার বিপরীতে পরমব্রত চট্টোপাধ্যায় অভিনয় করছেন তা তো জানাই ছিল। শ্যুটিংয়ের বাকি অংশের কাজ শেষ করতেই আনুশকা আসবেন কলকাতায়। থাকবেন লম্বা সময় ধরে।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন