কলম্বিয়ায় বিদ্রোহীদের মধ্যে সংঘর্ষ, নিহত ১৮
![](https://ournewsbd.net/wp-content/uploads/2022/11/IMG-20221122-WA0021-900x431.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ায় বিদ্রোহী গ্রুপগুলোর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে অন্তত ১৮ জন নিহত হয়েছেন।
দেশটির পরস্পর বিরোধী সশস্ত্র বিদ্রোহী দলগুলোর মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়লে প্রাণহানির এই ঘটনা ঘটে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, কলম্বিয়ার বিপ্লবী সশস্ত্র বাহিনীর (এফএআরসি) সাবেক সদস্য এবং মাদক পাচারের সঙ্গে যুক্ত আরেকটি সশস্ত্র গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে এই মৃত্যু ঘটেছে।
দেশটির পাবলিক অম্বডসম্যানের কার্যালয় জানিয়েছে, গত ১৯ নভেম্বর (শনিবার) ইকুয়েডরের সীমান্তবর্তী দক্ষিণ-পশ্চিম কলম্বিয়ায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।
২০১৬ সাল থেকে বিদ্রোহীরা কলম্বিয়ার বিপ্লবী আর্মড ফোর্সেসের (এফএআরসি) ভিন্নমতাবলম্বী সদস্য দ্বারা সরকারের সঙ্গে স্বাক্ষরিত শান্তি চুক্তির বিরোধিতা করছে। গত শনিবার দেশে মাদক ব্যবসার সঙ্গে জড়িত একটি অপরাধী গ্রুপের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। এই অপরাধী দল নিজেদেরকে ‘কমান্ডোস দে লা ফ্রন্টেরা’ বা ‘বর্ডার কমান্ডো’ বলে।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন