কলাপাড়ায় উঠান বৈঠকে বিরিয়ানি বিতরণ; ঈগল প্রতীকের সমর্থককে অর্থদন্ড
পটুয়াখালীর কলাপাড়ায় নির্বাচনী আচরনবিধি লঙ্ঘন করায় ঈগল প্রতীকের এক সমর্থককে অর্থদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।
শনিবার (৩০ ডিসেম্বর) রাত সাড়ে আটটার দিকে উপজেলার নীলগঞ্জ ইনিয়নের হাজিপুর বাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট কৌশিক আহমেদ।
এসময় ইসমাইল হোসেন (৪৫) নামের ওই ব্যক্তিকে ১০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
ভ্রাম্যমান আদালতের বেঞ্চ সহকারী সূত্রে জানা যায়, হাজীপুর বাজারের কলাপাড়া-কুয়াকাটা সংলগ্ন মহাসড়কের কিছু অংশে প্রতিবন্ধকতা সৃষ্টি করে উঠান বৈঠক শেষে বিরিয়ানী বিতরণ করছিলেন ইসমাইল। এ অপরাধে তাকে জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের বিজ্ঞ নির্বাহী ম্যাজিষ্ট্রেট। এসময় বিজিবির সদস্যরা উপস্থিত ছিলেন।
কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট কৌশিক আহমেদ জানান, আমরা প্রচারনার শুরু থেকে নির্বাচনী পরিবেশ শান্ত রাখতে মাঠে রয়েছি। নির্বাচনী আচরনবিধি লঙ্ঘন করে বিরিয়ানী বিতরণ করায় আজ এক ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন