কলাপাড়ায় দুই কেজি গাঁজা ও ইয়াবাসহ গ্রেফতার-২
পটুয়াখালীর কলাপাড়ায় পৃথক অভিযানে দুই কেজি গাঁজা ও ইয়াবাসহ আবদুর রশিদ (৪৫) ও নিজাম (৩৫) নামের দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
থানা সূত্র জানায়, বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে মহিপুর থানার সদর ইউপির মহিপুর কো-অপেরেটিভ মাধ্যমিক বিদ্যালয় মাঠ থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রশিদকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ১ কেজি ৯’শ ৪০ গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ।
একইদিন রাত ১১ টার দিকে মহিপুর বাজারের কাঠপট্রি এলাকা থেকে একাধিক মাদক মামলার আসামি নিজাম (৩৫) কে ইয়াবাসহ আটক করে পুলিশ।
আটককৃত আবদুর রশিদের বাড়ি সদর ইউপির বিপিনপুর গ্রামে ও নিজামের বাড়ি মহিপুর বাজারে।
মহিপুর থানার ওসি খন্দকার মো. আবুল খায়ের জানান, একটি নিরাপদ রুট হিসেবে মহিপুর ওই স্কুল মাঠটি ব্যবহার করতে চেয়েছিলো গাঁজা কারবারিরা। মূলত এসব মাদক পাশ্ববর্তী উপজেলা আমতলীতে নিয়ে যাবার কথা ছিলো এবং টাকার লেনদেন হওয়ার কথা ছিলো মাদক উদ্ধারকৃত স্থানে। কিন্তু মহিপুর থানা পুলিশের তৎপরতায় রশিদ ধরা পড়ে যায়। এছাড়া একই রাতে ইয়াবাসহ নিজামকে আটক করা হয়েছে।
এদের বিরুদ্ধে মাদক মামলা দায়ের শেষে তাদের আদালতে প্রেরণ করা হবে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন