কলাপাড়ায় লকডাউন না মানায় তিন ব্যবসায়ীকে অর্থদন্ড
করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সংক্রমন বিস্তার রোধে সারা দেশের মতো কলাপাড়ায় সাত দিনের লকডাউন শুরু হয়েছে। কঠোর এ বিধি নিষেধএর প্রথম দিনে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখার দায়ে তিন ব্যবসায়ীকে সাত হাজার টাকা অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত ।
বুধবার দুপুরে লকডাউন অমান্য করে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখার দায়ে মোবাইল দোকানী টিংকু মূর্খাজিকে পাঁচ হাজার টাকা, কাপড় ব্যবসায়ী মোকছেদুল এবং জুতা ব্যবসায়ী মো.অলিউল্লাহকে এক হাজার টাকা করে মোট সাত হাজার টাকা অর্থদন্ড দেয়া হয়। আদালত পরিচালনা করেন কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জগৎবন্ধু মন্ডল।
উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জগৎবন্ধু মন্ডল বলেন, লকডাউনের প্রথম দিনে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখার অপরাধে তিন ব্যবসায়িকে অর্থদন্ড দেয়া হয়েছে। এ অভিযান অব্যহত থাকবে বলে জানান তিনি।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন