কলারোয়ায় দেড় শতাধিক রোগী পেলেন ফ্রি চক্ষু চিকিৎসা সেবা
সাতক্ষীরার কলারোয়ার চান্দুড়িয়ায় ফ্রি চক্ষু চিকিৎসা সেবা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ জুলাই) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলার চন্দনপুর ইউনিয়নের চান্দুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে ফ্রি চক্ষু চিকিৎসা সেবার আয়োজন করা হয়। একই সাথে ছানি রোগী বাছাই সম্পন্ন হয়।
চান্দুড়িয়ার সীমান্ত সম্প্রীতি সংঘের সভাপতি মো. রুহুল কুদ্দুসের সার্বিক তত্ত্বাবধানে ও সাতক্ষীরার কদমতলার গ্রামীণ চক্ষু হাসপাতালের আয়োজনে ওই ফ্রি চক্ষু চিকিৎসা এবং ছানি রোগী বাছাই ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসকরা সেখানে আগত সাধারণ রোগীদের চোখের বিভিন্ন সমস্যার চিকিৎসা সহায়তা প্রদান করেন।
আয়োজকরা জানান, ফ্রি চক্ষু চিকিৎসা ও ছানি রোগী বাছাই ক্যাম্পে বিভিন্ন এলাকা থেকে আগত ১৫৬ জন রোগী চিকিৎসা সেবা গ্রহণ করেন।
তারা আরো জানান, চক্ষু ক্যাম্পে আগত রোগীদের মধ্যে বাছাইকৃত ৩৬জন রোগীকে বিনামূল্যে পরামর্শ, ঔষধ, ছানি অপারেশন, লেন্স বসানো, চশমা প্রদানের জন্য ব্যবস্থা নেয়া হয়। তাদেরকে আগামি শনিবার বিনামূল্যে সাতক্ষীরায় অপারেশন, যাতায়াত, খাওয়া ও থাকার ব্যবস্থা করা হবে।
চিকিৎসা প্রদান করেন চক্ষু চিকিৎসক মেডিক্যাল অফিসার ডা. সোহানূর রহমান (এমবিবিএস)।
এর আগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে ও চিকিৎসা সেবা ক্যাম্প বাস্তবায়নে উপস্থিত ছিলেন ৭নং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডালিম হোসেন, সীমান্ত সম্প্রীতি সংঘের উপদেষ্টা সাইফুল ইসলাম সেন্টু, ডা. হাফিজুর রহমান, সভাপতি মো. রুহুল কুদ্দুস, ফয়সাল, শরিফুল, মেহেতাব, মুস্তাসিন, সালাম মাহমুদসহ অনেকে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন