কলারোয়ার চন্দনপুর ইউনাইটেড কলেজে নবীন বরণ
সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহবানের মধ্য দিয়ে ফুল ছিটিয়ে বরণ করে নেয়া হলো চন্দনপুর ইউনাটেড ডিগ্রী কলেজে একাদশ শ্রেনিতে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের।
রবিবার এই নবীনবরণ অনুষ্ঠানকে কেন্দ্র করেই মুখোরিত হয়ে ওঠে গোটা কলেজ ক্যাম্পাস। ফুলেল সাজে সাজানো হয় গোটা ক্যাম্পাস। কেউ এসেছিলেন সেজে, কেউবা সাধারণ পোশাকে। সবাই মেতে ওঠেন হাসি-আনন্দ-আড্ডা-উল্লাসে। শিক্ষার্থীদের এই আনন্দে মেতে ওঠেন শিক্ষকরাও।
চন্দনপুর ইউনাটেড ডিগ্রী কলেজে নবাগত শিক্ষার্থীদের বরণে আয়োজিত ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির অন্যতম প্রতিষ্ঠাতা, যশোর শিক্ষা বোর্ডের সাবেক কলেজ পরিদর্শক, যশোর সরকারি সিটি কলেজ ও কলারোয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আবু নসর।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চন্দনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডালিম হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সাবেক অধ্যক্ষ ইউনুচ আলী, কলারোয়া পাবলিক ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক অ্যাড. শেখ কামাল রেজা, আ.লীগ নেতা আনোয়ার হোসেন, সাংবাদিক আতাউর রহমান, নবীন বরণ উদযাপন কমিটির আহবায়ক, কলেজ অধ্যক্ষ আলহাজ্ব রুস্তম আলী, শিক্ষক আবু জাফর ছিদ্দিক, প্রধান শিক্ষক মঞ্জুরুল ইসলাম।
উপস্থিত ছিলেন শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও সুধীবৃন্দ।
সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন প্রভাষক হুমায়ুন কবির।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন