কলারোয়ার নবাগত ইউএনও’র সাথে বোয়ালিয়া মুক্তিযোদ্ধা কলেজের শিক্ষকদের মতবিনিময়

সাতক্ষীরার কলারোয়ার নবগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জহুরুল ইসলামের সাথে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন বোয়ালিয়া মুক্তিযোদ্ধা ডিগ্রী কলেজের শিক্ষকবৃন্দ।

কলারোয়ার ইউএনও পদাধিকার বলে মুক্তিযোদ্ধা ডিগ্রী কলেজের বর্তমানে সভাপতির দায়িত্ব পালন করছেন।

বুধবার (১৮ সেপ্টেম্বর) সকালে ইউএনও’র দপ্তরে ওই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন বোয়ালিয়া মুক্তিযোদ্ধা ডিগ্রী কলেজের অধ্যক্ষ ফারুক হোসেন, সহকারী অধ্যাপক আনারুল ইসলাম, সিনিয়র প্রভাষক আমজাদ হোসেন, সিনিয়র প্রভাষক গণেশ চন্দ্র, সিনিয়র প্রভাষক কামরুজ্জামান বকুল, সিনিয়র প্রভাষক সাইফুল ইসলাম, প্রভাষক আরিফ মাহমুদ, প্রভাষক মারুফ হোসেন, প্রভাষক আতিকুর রহমান প্রমুখ।

নবাগত ইউএনও জহুরুল ইসলাম শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, জাতি গঠনে শিক্ষকদের ভূমিকা অনস্বীকার্য। মফস্বল অঞ্চলের শিক্ষাপ্রতিষ্ঠানে প্রান্তিক শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নে ও শিক্ষা ব্যবস্থার উন্নতিতে শিক্ষকরা নিরলস পরিশ্রম করে যাচ্ছেন।

এসময় তিনি শিক্ষা সমাজের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।