কলারোয়া উপজেলা ৪র্থ শ্রেণী কর্মচারী কল্যাণ সমিতির নির্বচনী ফলাফল ঘোষনা
জুলফিকার আলী, কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি: বৃহস্পতিবার বিকালে কলারোয়া উপজেলা ৪র্থ শ্রেণী কর্মচারী কল্যাণ সমিতির নির্বচনী ফলাফল ঘোষনা করা হয়েছে। উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তা ও নির্বাচন কমিশনার মোঃ মুনকাছিম বিল্লাহ এ ফলালফ ঘোষনা করেন।
বিনা প্রতিদ্বন্দিতায় উপজেলা ৪র্থ শ্রেণী কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি হলেন, উপজেলা নির্বাহী অফিসের কর্মচারী মোঃ আব্দুল হাই, সাধারণ সম্পাদক হলেন উপজেলা রিসোর্স সেন্টারের কর্মচারী মোঃ সোহরাব হোসেন।বৈধ ভাবে তাদের নাম ঘোষনা করেন নির্বাচন কমিশন।
উপজেলা ৪র্থ শ্রেণী কর্মচারী কল্যাণ সমিতির নির্বাচন কমিশনার মোঃ মুনকাছিম বিল্লাহ জানান, উপজেলা ৪র্থ শ্রেণী কর্মচারী কল্যাণ সমিতির নির্বাচনী তফশীল অনুযায়ী দাখিলকৃত ও বৈধ ঘোষিত মনোনয়ন পত্র সমুহের মধ্যে সভাপতি পদে এক জন ও সাধারণ সম্পাদক পদে এক মনোনয়ন পত্র দাখিল হওয়ায় এবং উক্ত পদে একাধিক প্রতিদ্বন্দী প্রার্থী না থাকায় তাদেরকে বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত ঘোষনা করা হয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন